কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ মে, ২০১৮

কাপাসিয়ায় অপহরণ

৯ দিন পর ৩ কিশোর উদ্ধার

অপহরণের ৯ দিন পর তিন কিশোরকে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের চট্টগ্রামের কোতোয়ালি থানার কাঠগড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলো গাজীপুরের কাপাসিয়া উপজেলার শ্যামপুর এলাকার মোকলেছুর রহমানের ছেলে সানিত (১৪), ফরিদ মিয়ার ছেলে সোহাগ (১৮) ও সালদৈ এলাকার দুলাল মোড়লের ছেলে ইকবাল মোড়ল (১৭) ।

জানা যায়, গত ১৫ মে সকালে সানিত, সোহাগ ও ইকবাল তিন বন্ধু উপজেলার সালদৈ মোড়ে যাত্রী ছাউনিতে বসে আলাপ করছিল রমজানে স্কুল বন্ধ থাকার সময় কাজ করে কিভাবে টাকা উপার্জন করা যায়। পাশে বসে থাকা অপহরণকারী মস্তফা কামাল বাপন (৩৪) তাদের কথা শুনছিল। বাপন জানায়, কাপাসিয়াতে তার নিজের একটি জুতার ফ্যাক্টরি আছে। চাইলে সেখানে কাজ দিতে পারে। এতে কিশোররা রাজি হয়। এরপর কাজের উদ্দেশে তিন কিশোর অপহরণকারী বাপনের সঙ্গে কাপাসিয়া আসার উদ্দেশে সম্রাট পরিবহনে উঠে। তাদের কাপাসিয়ায় না এনে অচেতন করে অপহরণকারীদের আস্তানায় নিয়ে যায়। সেখানে অপহরণকারী সোয়েনা বেগম (৪০) ও রিতা (৩০)-এর সহযোগিতায় কিশোদের হাত, মুখ বেঁধে ফেলে। পরে অপহরণকারী বাপন অপহৃত ইকবালের বাবাকে ফোন করে দুই লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে স্বজনরা বিকাশের মাধ্যমে ২১ হাজার টাকা দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। উদ্ধারে ব্যর্থ হয়ে গত ১৯ মে কাপাসিয়া থানায় কিশোরদের পক্ষ থেকে সোহাগের বাবা ফরিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি অপহরণ মামলা করেন। মামলাটি তদন্ত ও ভিকটিম উদ্ধারে দায়িত্ব দেওয়া হয় কাপাসিয়া থানার এসআই মনির হোসেনকে। পরে মামলাটি থানার ইনসপেক্টর ( অপারেশন ) মনিরুজ্জামান খানের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের কোতোয়ালি থানার কাঠগড় এলাকা থেকে আসামিদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist