নিজস্ব প্রতিবেদক

  ২৩ মে, ২০১৮

গভীর রাতে বাড়িতে গিয়েছিল পুলিশ : দাবি ইলিয়াস আলীর স্ত্রীর

গোয়েন্দা পুলিশের পরিচয়ে গভীর রাতে তাদের বনানীর বাড়িতে ঢোকার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন ছয় বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলছেন, গত সোমবার রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাসা ‘সিলেট হাউজে’র নিচে গিয়ে নিরাপত্তাকর্মীকে ফটক খুলতে বলে। কিন্তু তা না খোলায় প্রায় দেড় ঘণ্টা তারা গেইটে অবস্থান নিয়ে থেকে পরে চলে যায়।

গতকাল মঙ্গলবার সকালে লুনা বলেন, গোয়েন্দা পুলিশ এসে গেইট খুলে দিতে দারোয়ানকে প্রচন্ড চাপ দেয়। কিন্তু দারোয়ান গেইট খোলেনি। পরে ভোর সাড়ে ৪টায় পুলিশ বাড়ির গেইট থেকে চলে যায় জানিয়ে লুনা বলেন, পুলিশের এমন আচরণে আমি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আমি আমার ছোট মেয়েকে (সাইয়ারা নাওয়াল) নিয়ে ছিলাম। প্রচন্ড ভয়ের মধ্যে রাত কাটাতে হয়েছে।

পুলিশ কেন ওই বাসায় গিয়েছিল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে চাননি। আর বনানী থানার পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বিষয়টি আমাদের জানা নেই।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তার গাড়ি বাসার কাছেই খালি অবস্থায় পাওয়া যায়। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি। তার স্ত্রী লুনা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist