সংসদ প্রতিবেদক

  ২১ মে, ২০১৮

আসন্ন বাজেটে সংসদের জন্য বরাদ্দ ৩৩২ কোটি টাকা

আসন্ন বাজেটে জাতীয় সংসদের জন্য ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয়ের কমিশন সভা। এই বরাদ্দ থেকে সংসদ সচিবালয়ের সার্বিক ব্যয় নির্বাহ হবে। আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে চূড়ান্ত অনুমোদন পাবে এই অর্থ। গতকাল রোরবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল

মাল আবদুল মুহিত, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

জানা যায়, বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট

কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এবার বাজেটে বেশ কিছু সুযোগ-সুবিধা অনুমোদন করা হয়েছে। যার মধ্যে সংসদীয় কমিটির বৈঠকের আপ্যায়ন খরচ দ্বিগুণ করা, সংসদের বার্তাবাহক, দৈনিকভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের খাবার ও অতিরিক্ত খাটুনির ভাতাও রয়েছে। এমপিদের পাশাপাশি সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে এ বাজেটে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যদের বেশকিছু সুযোগ-সুবিধা বাড়িয়ে এবারের বাজেট অনুমোদন দিয়েছে সংসদের কমিশন সভা। সুবিধাসমূহের মধ্যে সংসদের বার্তা বাহকদের খাবারের বিল ও দৈনিক ভাতার হার বাড়ানো হয়েছে। আগে তারা পেতেন সাড়ে ৩০০ টাকা এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া সংসদের অধিবেশন চলাকালীন সময়ে যারা প্রিভিলেজ কর্মকর্তা হিসেবে কাজ করেন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, দৈনিকভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের জন্য অতিরিক্ত খাটুনি ভাতাও বাড়ানো হয়েছে। আগে সংশ্লিষ্টরা সাড়ে ৪০০ টাকা পেতেন এখন তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আর যখন অধিবেশন থাকবে না, তখন অতিরিক্ত পারিশ্রামিক ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। সংসদ অধিবেশনকালীন দুপুরের ভাতা বা ইফতার ১৫০ টাকা থেকে ২০০ করা হয়েছে। বার্তাবাহকদে মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

স্পিকার বলেন, এবার কমিশন সভায় সংসদের নকশা নিয়ে কোনো আলোচনা না হলেও সংসদের লাইব্রেরি নিয়ে আলোচনা হয়েছে। লাইব্রেরির যে সংস্কার কাজ চলছে তার একটি প্রামাণ্যচিত্র প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। তিনি বইয়ের সংখ্যা আরো বাড়াতে নির্দেশ দিযেছেন। এখন সংসদের লাইব্রেরিতে ৩৫ হাজার বই আছে। আর ডকুমেন্ট আছে ৪০ হাজার।

আসন্ন অর্থবছরে জাতীয় সংসদের জন্য দুটি খাতে (উন্নয়ন ও অনুন্নয়ন) মোট ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট কমিশন সভা অনুমোদন করেছে । এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা। তবে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি। এ ছাড়া বৈঠকে ২০১৯-২০২০, ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ এবং ২০১৭-২০১৮ অর্থবছরের সংশোধিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist