রাজশাহী অফিস

  ১৮ মে, ২০১৮

‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

রাজশাহী নগরীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল (৪৫) নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন পূর্ব নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি গুলির খোসা, ১৪৭ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড, ১টি টর্চ লাইট, ১টি তোয়ালে ও ৪টি স্যান্ডেল জব্দ করা হয়েছে। নিহত আবুল হাসানের নগরীর কর্ণহার থানাধীন সোনাইকান্দি এলাকার আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, খুন ও ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এস এম আশরাফুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানায়, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নং বাঁধে অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। তখন র‌্যাবও পাল্টা গুলি করে। পাঁচ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ঘাটিয়াল হাসানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত বলেও র‌্যাব জানায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist