নিজস্ব প্রতিবেদক

  ১৭ মে, ২০১৮

পরোক্ষ ধূমপানে বছরে অসুস্থ ১৫ শতাংশ মানুষ

দেশে ধূমপায়ীর সংখ্যা কমলেও পরোক্ষ ধূমপানে প্রতি বছর অসুস্থ হচ্ছে ১৩ থেকে ১৫ শতাংশ মানুষ। গতকাল বুধবার সচিবালয়ে পরোক্ষ ধূমপান ক্ষতিবিষয়ক নতুন টিভি স্পট ‘বিষধোঁয়া’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ধূমপান ৮ শতাংশ কমলেও ইয়াবা আসক্তি বেড়েছে ভয়াবহভাবে। বর্তমানে দেশে ৬০-৭০ লাখ মানুষ ইয়াবায় আসক্ত। জাহিদ মালেক বলেন, দেশে প্রতি বছর দেড় লাখ মানুষ তামাকজাত দ্রব্য সেবনে অসুস্থ হয়ে মারা যায়। ১৫ থেকে ৬৮ বছর বয়সী ৪৩ দশমিক শূন্য ৩ শতাংশ মানুষ তামাক সেবন করে। এই সংখ্যা ৪ কোটি ৩০ লাখ। এর মধ্যে ৪৫ শতাংশ পুরুষ ও ১ দশমিক ৫ শতাংশ নারী।

তিনি বলেন, শুধু তামাক সেবন করেনÑ এমন প্রাপ্তবয়স্ক পুরুষ ২৬ শতাংশ আর নারী ২৮ শতাংশ। দেশে প্রতি বছর ১৩ থেকে ১৫ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে অসুস্থ হয়। দেশের ২০ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করে। দেশের মানুষ তামাক পরিহার করলে এই দারিদ্র্যসীমার সংখ্যা একেবারেই কমে যাবে।

জাহিদ মালেক বলেন, ‘দেশে ইয়াবা মহামারী আকারে প্রবেশ করছে; যা উদ্ধার হচ্ছে তা প্রবেশ করা ইয়াবার মাত্র ৪ শতাংশ। আমরা ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ইয়াবা ব্যবসায়ীদের রক্ত ঝরাতে পিছ পা হব না।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে মাদকাসক্তদের চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই। আমরা পূর্ণাঙ্গ ব্যবস্থা নেব।’ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান বলেন, ২০০৯ সালের হিসাব অনুযায়ী দেশে প্রাপ্তবয়স্ক ৪৩ শতাংশ মানুষ ধূমপান করেন। তবে ২০১৭ সালের জরিপ অনুযায়ী তা ৩৫ শতাংশে নেমে এসেছে। এই ৮ শতাংশ কমে আসা তথ্য এখনো প্রকাশ করা হয়নি। অনুষ্ঠানে ‘ভাইটাল স্ট্র্যাটেজিস’-এর কান্ট্রি অ্যাডভাইজার শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণে নীতিমালা করছে। আগামী দু-তিন মাসের মধ্যে এটি আলোর মুখ দেখবে। এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত সচিব হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist