চট্টগ্রাম ব্যুরো

  ১৭ মে, ২০১৮

মিথ্যা খবর প্রকাশ

ছাত্রলীগের দুই নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মিথ্যা খবর প্রকাশ ও প্রচারের মাধ্যমে মানহানির অভিযোগ এনে দুই ছাত্রলীগ নেতা ও এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য তানজিরুল হক চৌধুরী।

অভিযুক্তরা হলেন- নগরের বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আজমীর হোসেন, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর বার্তা সম্পাদক।

বাদীর আইনজীবী আমেনা বেগম বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে বাকলিয়া থানার ওসিকে তদন্ত করে ২১ জুন প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে চরচাক্তাই এলাকায় বাদী তানজিরুল হক চৌধুরীসহ তিনজনকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করে বাকলিয়া থানায় নিয়ে যায় নগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে বাদী ছাড়া অন্য দুইজনকে পুলিশ ছেড়ে দেয়। এ বিষয়টি নিয়ে ১৬ ফেব্রুয়ারি দৈনিক আজাদীতে ‘চরচাক্তাইয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করার কথাও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।’ প্রকৃতপক্ষে বাদীর কাছ থেকে কোনো ইয়াবা উদ্ধার হয়নি এবং ইয়াবা মামলায়ও গ্রেফতার করা হয়নি। এই সংবাদ প্রকাশ করে দৈনিক আজাদীর বার্তা সম্পাদক বাদীর সুনাম ক্ষুণœ ও মানহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। দৈনিক আজাদীতে খবর প্রকাশের পর মামলায় অভিযুক্ত আজমীর হোসেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘আপনি আমাদের কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃত্বদানকারী। কিন্তু আজ শুনলাম আপনি নাকি ডিবির হাতে তিন হাজার ইয়াবা নিয়ে ধরা পড়েছেন। আপনার পিছে যারা রাজনীতি করে তারা আজ ধন্য আপনার কাজের জন্য। তবে আমার নেতা গরিব হতে পারে তবে ইয়াবা ব্যবসায়ী নয়।’ নুরুল আজিম রনি ফেসবুকে লিখেছেন, ‘তানজিরুল সাহেব এমন একজন গুণের অধিকারী ছিলেন যারা প্রকৃত ছাত্রলীগ পদধারীদের থেকে ভিন্ন। অর্থাৎ মুজিববাদে নয় মুজিব বাদ দিয়ে তিনি নেতা তুমি জিন্দাবাদে বিশ্বাসী।’ রনির এই স্ট্যাটাস সারা দেশে ছড়িয়ে পড়ায় বাদীর সুনাম নষ্ট হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist