প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মে, ২০১৮

হার্ভার্ডে সেমিনারে বক্তারা

বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর

বাংলাদেশকে উন্নয়নের বিস্ময় বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশবিষয়ক এক সেমিনারের বক্তারা। অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরে তারা বলেন, বাংলাদেশের গন্তব্য নিশ্চিতভাবে সফলতার দিকেই অগ্রসরমান। বোস্টনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভোলপমেন্ট ‘বাংলাদেশ রাইজিং-২০১৮’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সকালে ম্যাসাচুসেটস রাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর সফল উৎক্ষেপণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। স্যাটেলাইট ক্লাবের সদস্য হওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান বক্তারা।

সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার ও সংস্থার প্রতিনিধিরা, নির্বাচিত গণপ্রতিনিধি, হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নীতি-নির্ধারক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, থিংক ট্যাংক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশের সামিট গ্রপ, জেনারেল ইলেকট্রিক কোম্পানি, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ এবং এনার্জি প্যাক বাংলাদেশ, মেঘনা গ্রুপ, আবদুল মোনেম ইকোনমিক জোন।

সেমিনারে আলোচনায় আরো অংশ নেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, মাইক্রসফট্ বাংলাদেশ লিমিটেডর এমডি সোনিয়া বশির কবীর, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আনিকা চৌধুরী ও গ্রিন ডেল্টা ইনসুরেন্স কোম্পানির ফারজানা চৌধুরী, অ্যালায়েন্স ফর আফোর্ডেবল ইন্টারনেটের এক্সিকিউটিভ ডাইরেক্টর সোনিয়া এন জর্জ, জেনারেল ইলেকট্রিক কোম্পানির সিইও দিপেস নন্দ, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী চার্লস ল্যাসি, সাউথ কোরিয়ার এসকে গ্যাসের সিনিয়র ম্যানেজার ইয়ো জিন কিম। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপর কি-নোট বক্তব্য প্রদান করেন বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist