নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০১৮

সরকার মহাকাশ জয় করলেও মানুষের মন জয় করতে পারেননি : এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশ জয় করলেও মানুষের মন জয় করতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পাটি জনগণের মন জয় করেছে। গতকাল শনিবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন। এরশাদ বলেন, আগে বলেছিলাম ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। আর এখন হয়েছে ঘরে থাকলে ধর্ষণ আর বাইরে গেলে বাসের চাকায় পিষ্ট। মানুষের জীবনের কোনো মূল্য নেই, ন্যায়বিচার নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, রোহিঙ্গারা যখন আসে তখন বলেছিলেন, ১৬ কোটি জনগণকে খাওয়াতে পারলে আট-দশ লাখ রোহিঙ্গাকেও খাওয়াতে পারবেন। এখন তাদের বের করতে চেষ্টা করছেন কেন? বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে এসেছে, অনেক কথা দিয়েছে। কিন্তু একজনকেও তো ফেরাতে পারেননি। জাপার কর্মীদের রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, জাতীয় পার্টির পতাকাতলে আজ মানুষের ঢল নেমেছে। এটা মানুষের ভালোবাসা। জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল দেখেই তারা যোগদান করতে এসেছেন। আপনারা যোগ দেওয়ায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হলো।

জাতীয় পার্টির একাংশের নেতা মাহবুবুর রহমান লিপটন, বগুড়া থেকে নির্বাচিত সাবেক এমপি বিএনপি নেতা এ টি এম আমিনুল ইসলাম পিন্টু, ব্যবসায়ী প্রকৌশলী মহিউদ্দিন বাবুর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist