কুষ্টিয়া প্রতিনিধি

  ১৩ মে, ২০১৮

কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী

মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে

কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। গতকাল শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক ও ভেড়ামারা মহিলা কলেজের দ্বিতল ভবনের নামকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে উপহার দিয়েছেন। তাদের এবং তাদের সন্তানদের সরকার মূল্যায়ন করতে চায়। মুক্তিযোদ্ধাদের সন্তানরা দেশের সম্মানজনক পদে যাতে চাকরি পায়, সে বিষয়টি নিয়ে ভাবছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist