চট্টগ্রাম ব্যুরো

  ১৩ মে, ২০১৮

পররাষ্ট্রমন্ত্রী বললেন

সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে

বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল শনিবার চট্টগ্রামে র‌্যাডিসন ব্লুতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার নারীদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। নারীর ক্ষমতায়নে কাজ ও নারী নেতৃত্বে সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গ্লোবাল ভিলেজ অ্যাওয়ার্ড পেয়েছেন।

২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। ইয়েমেনের নাগরিক তাওয়াক্কল বক্তব্য দেওয়ার শুরুতে বলেন, ‘আমি বাংলা ভাষার কিছু বাক্য বলব।’ আধো আধো বাংলায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’। এরপর আবার বললেন, ‘জয় বাংলা’।

এবারের সমাবর্তনে মোট ১৬৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে নোবেলজয়ী মানবাধিকার কর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান এবং বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাজেলদিনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চ্যারি ব্লেয়ার, বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ও সংসদ সদস্য ডা. দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল আহমদ, উপাচার্য অধ্যাপক নির্মলা রাও বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist