প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ মে, ২০১৮

এসএসসির ফল খারাপ হওয়ায় ১১ জনের আত্মহত্যা চেষ্টা দুইজনের মৃত্যু

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় রুংপুরে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় এবং নাটোরের গুরুদাসপুরে মোট ১১ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। এর মধ্যে রংপুরে একজন, কোটালীপাড়ায় একজনের মৃত্যু হয়। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

রংপুর ব্যুরো : এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় রংপুরে সাত শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল রোববার দুপুর ২টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়া সাত শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল রোকেয়া নামের এক শিক্ষার্থী মারা যায়। রোকেয়া সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজহারুলের কন্যা। অন্যরা হলো সেনপাড়ার প্রীতি রায়, মোল্লাপাটারীর শিবা রানী, দেওডোবার শারমিন, হাজিরহাটের খাদিজা, বেতগাড়ির তানজিনা ও চৌধুরানী সমাপ্তি।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পূজা বাড়ৈ (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার জহরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পূজা বাড়ৈ কোটালীপাড়ার জহরেরকান্দি গ্রামের সুবোধ চন্দ্র বাড়ৈর মেয়ে। সে এ বছর পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, সারা দেশে এসএসসির ফল প্রকাশ হলে ওই ছাত্রী অকৃতকার্য হয়েছে জানতে পেরে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তারা হলো- বামনকোলা গ্রামের সজিব আহম্মেদ (১৭), বিন্যাবাড়ী গ্রামের নাদিরা খাতুন (১৬) ও ধারাবারিষা গ্রামের মোছা. মিশু (১৬)। এছাড়া ভালোবাসায় ব্যর্থ হয়ে চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার আলমাছ খলিফার ছেলে ছাব্বির খলিফা (১৬) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তাদেরকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে চিকিৎসক রাকিবুজ্জামান জানান, তারা এখন আশঙ্কামুক্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist