জাবি প্রতিনিধি

  ০৭ মে, ২০১৮

শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে শুনলেন প্রশ্নপত্র তৈরি হয়নি

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে গণিত বিভাগের ৪৩ ব্যাচের পূর্ব নির্ধারিত স্নাতক (সম্মান) চতুর্থ পর্বের ৪০৮নং কোর্সের চূড়ান্ত পরীক্ষার ‘প্রশ্নপত্র তৈরি না হওয়ায়’ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি। এক্ষেত্রে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে পরীক্ষা কমিটির বিরুদ্ধে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় ব্যাচটির ৪০৮নং কোর্সের (অপারেশনস রিসার্চ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা চূড়ান্ত প্রশ্নপত্রের অভাবে স্থগিত করে পরীক্ষা কমিটি। জানা যায়, গত ১৭ এপ্রিল

গণিত বিভাগের ৪৩ ব্যাচের স্নাতক (সম্মান) ৪র্থ পর্বের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। তখন থেকে নিয়মিতভাবে বিভাগটির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। সে অনুসারে গতকাল রোববার ব্যাচটির ৪০৮নং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এই কোর্সটির চূড়ান্ত প্রশ্নপত্র তৈরির দায়িত্ব ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. সাব্বির আলম। তবে তিনি সময় মতো প্রশ্নপত্র তৈরি করেননি। এতে পরীক্ষার আগে চূড়ান্ত প্রশ্নপত্র না পাওয়ায় পরীক্ষাটি স্থগিত করে কমিটি। ফলে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে শিক্ষকরা তাদেরকে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান।

পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ সাব্বির আহমেদ বলেন, ‘প্রশ্নপত্র তৈরির দায়িত্ব ছিল পরীক্ষা কমিটির সদস্য ড. সাব্বির আলমের। তবে ও ইনসিডেন্টলি প্রশ্ন তৈরি না করে ঢাকায় চলে গেছেন। মডারেট প্রশ্ন ছাড়া ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব না ’

পরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. সাব্বির আলম বলেন, এটা পরীক্ষা কমিটির একান্ত গোপনীয় বিষয়। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।

এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরীফ উদ্দিন বলেন, ‘পরীক্ষা কমিটির সভাপতি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। তবে যেটা হয়েছে সেটা আসলেই খারাপ হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist