ঢাবি প্রতিনিধি

  ০৭ মে, ২০১৮

শাহবাগে সমাবেশ

মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষাসহ ৬ দফা দাবি উত্থাপন

মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণœ ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে শাহবাগ চত্বরে মহাসমাবেশ করেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। গতকাল রোববার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ মহাসমাবেশ হয়। এতে বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন? সমাবেশে তারা মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনসহ ৬ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলোÑ মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণœ ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন করতে হবে; যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের স্থাবর, অস্থাবর সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের আয়ত্তে আনতে হবে; যুদ্ধাপরাধীদের সন্তানদের তালিকা প্রকাশ করতে হবে ; কোটা সংস্কার আন্দোলনের নামে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানার ব্যবহার করে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে ; যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, ‘১০০% কোটা কিন্তু মুক্তিযোদ্ধাদের অর্জন দেশ স্বাধীন হয়েছে বিধায় আমরা বাঙালিরা কোটার সুযোগ-সুবিধা ভোগ করতে পারছি। এদিক দিয়ে তাদের সম্মানের দিকে তাকালে ১০০% কোটাই তাদের অর্জন।’

তিনি আরো বলেন, ‘এই মহাসমাবেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি পেশ করব। যা এর আগে বিভিন্ন জেলা, উপজেলাতে জমা দেওয়া হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist