কুমিল্লা প্রতিনিধি

  ০৬ মে, ২০১৮

আইইবি কুমিল্লা কেন্দ্রের অভিষেকে মোঃ তাজুল ইসলাম এমপি

ভারত ও বাংলাদেশ পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবে

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের প্রকৌশলী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের সেমিনারগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এতে প্রকৌশলীরা কাজের জন্য বাস্তবসম্মত উন্নত ধারণা পাবেন। ভারত আমাদের সব সময়ের বন্ধুপ্রতিম দেশ। আমরা চাই, দুটি দেশই পরস্পরের সহযোগিতা নিয়ে এগিয়ে যাক।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লা কেন্দ্রের অভিষেক অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও কুমিল্লা কেন্দ্রের এ অনুষ্ঠান কুমিল্লা নগরীর শাকতলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আজ উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি। উন্নত দেশে পরিণত করার নীতিনকশা তৈরি সম্পন্ন করে এখন তা বাস্তবায়নের পথে। এ স্বপ্ন বাস্তবায়নের দেশের সব মানুষের সহযোগিতা দরকার।’

তিনি আরো বলেন, দেশের সবক্ষেত্রে আজ ডিজিটালাইজেশন করা হচ্ছে। কেননা টেকনোলজির ব্যবহার যত বাড়বে, দেশ তত দ্রুত এগিয়ে যাবে। পরে তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং ভারতের সব অতিথিকে সুস্বাগতম জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভারতের প্রেসিডেন্ট প্রকৌশলী শিশির ব্যানার্জী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহসাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাশার, ভাইস চেয়ারম্যান (প্রশাসন) প্রকৌশলী মিলন চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী মো. মীর্জা মোহাম্মদ হাফিজ, প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বি, কুমিল্লা কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম আবদুস সালাম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভারত ত্রিপুরা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী তপন লোধ, সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস ভট্টাচার্য। এ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা আইইআই, ত্রিপুরা স্টেট সেন্টার ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লা সেন্টারের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রকৌশলীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. রহমত উল্লাহ কবীর। যৌথভাবে উপস্থাপনা করেন প্রকৌশলী অলœান কুমার দত্ত এবং ফাইরুজ সালসাবিল।

পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্র এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভারতের ত্রিপুরা কেন্দ্রের যৌথ উদ্যোগে ৩টি সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রথমটি ‘ঝসধৎঃ ঈরঃরবং রহ ইধহমষধফবংয’ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। দ্বিতীয়টি ‘চৎড়ংঢ়বপঃ ড়ভ ডরৎবষবংং ঠরফবড় ঈধঢ়ংঁষ ঊহফড়ংপড়ঢ়ব রহ ইধহমষধফবংয : ঈযধষষবহমবং ধহফ গড়ঃরাধঃরড়হ’ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অব টেকনোলজির ত্রিপলির বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী উম্মে হানী। তৃতীয়টি ‘ঝড়পরধষ গবফরধ ্ ঝবপঁৎরঃু ঈযধষষবহমবং ভড়ৎ ঊ-এড়াবৎহধহপব রহ ফবাবষড়ঢ়রহম পড়ঁহঃৎরবং ঢ়বৎংঢ়বপঃরাব’ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আগরতলা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সিভিল টেকনোলজির সরকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার নির্মলয়া কর এবং ইঞ্জিনিয়ার সুমন দেব।

এ অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ডিরেক্টর জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। সেমিনারে অংশগ্রহণ করেন বিশেষজ্ঞ প্রকৌশলীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার প্রকৌশলীরাসহ তিন শতাধিক প্রকৌশলী সপরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist