নিজস্ব প্রতিবেদক

  ০১ মে, ২০১৮

‘এবারের বাজেট হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকার। গতকাল সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে ঠিক তত খারাপ নয়। তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণটা একটু বেশি। এ ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোয় খেলাপি ঋণের পরিমাণ ১৩ শতাংশ আর বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১১ শতাংশ বলেও জানান তিনি। অর্থমন্ত্রী জানান, সরকারি আমানত বেসরকারি ব্যাংকে রাখলে সেক্ষেত্রে ৭ থেকে ৯ শতাংশ সুদ দিতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist