প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ এপ্রিল, ২০১৮

সিরিয়ালে একজনের ৩-৪টা বউ কেন : মমতা

ভারতীয় সিরিয়ালে এবং সিনেমায় নিত্যদিন দেখানো হচ্ছে পরিবারের সদস্যদের চক্রান্ত, জিঘাংসা আর ষড়যন্ত্র। এতে সামাজিক সমস্যা বাড়ছে। এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এমন প্রশ্নও তুলেছেন সিরিয়ালে একজনের তিনটা-চারটা বউ দেখাতে হবে কেন?

তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, আমাদের সিনেমা ও সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর।

গত শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার ক্যাবল অপারেটর ও ৩০টির মতো এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন। এ সময় সেখানে টালিউডের একঝাঁক তারকা, পরিচালক ও প্রযোজক উপস্থিত ছিলেন।

বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক এবং পরিচালকদের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক গল্প করুন বেশি বেশি করে। এক ঘরে তিন-চারটে বউ দেখানোর দরকারটা কি?

সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে মমতা বন্দোপাধ্যায় বলেন, একটা ছেলের বাবা নেই, বাবার পরিচয় নেই। একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটুন্তি (কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। যত খারাপ খারাপ জিনিস যারা জানে না তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামাজিক অবক্ষয় ঘটছে। এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ইউটিউবের মাধ্যমে যা দেখানো হচ্ছে তা আগেকার লোক দেখলে তো আঁতকে উঠত। সবকিছু সহ্য হয়ে গেছে তাই যা রক্ষে।

প্রসঙ্গত বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় সিরিয়ালগুলো। এর প্রভাবে পরিবারের বন্ধন বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সিরিয়ালের পোশাক না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে একাধিকবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist