প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন ট্রাম্পের বিশেষ দূত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এ সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক সরকারি সফরে বাংলাদেশ ও তুরস্কে যাচ্ছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, স্যাম ব্রাউনব্যাক ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত তুরস্ক ও বাংলাদেশ সফর করবেন। এ সময় দেশ দুইটির সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে দেখবেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে শুরু হওয়া মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেও তা বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমারের বর্তমান শাসকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist