ঝিনাইদহ প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৮

কোটা আন্দোলনের নেতা রাশেদের বাবাকে জিজ্ঞাসাবাদ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক রাশেদের বাবা নবাই বিশ্বাসকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার চরমুরারীদহ গ্রাম থেকে ডেকে নেওয়া হয় তাকে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন রাশেদ সম্পর্কে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিস্তারিত জানতে তাকে থানায় ডেকে আনা হয়। আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ গ্রামে। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে রাশেদসহ ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর আরো দুই যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু ও ফারুক আহমদকে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সদস্যরা। কিছুক্ষণ পর ডিবি অফিস থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়, তথ্য জানার জন্য তাদের নিয়ে আসা হয়েছিল, আটক করা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist