নিজস্ব প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কার

মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ২৪ এপ্রিল

কোটা সংস্কারের নামে স্বাধীনতাবিরোধীরা অপচেষ্টা চালাচ্ছেÑ এই অভিযোগ এনে আগামী ২৪ এপ্রিল রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ।

পরিষদের নেতারা বলছেন, ‘কোটা সংস্কারের নামে স্বাধীনতাবিরোধীরা অপচেষ্টা চালাচ্ছে। মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারেন না। এ লক্ষ্যেই মহাসমাবেশ করা হবে। সেই সমাবেশ থেকে জাতীয় অস্তিত্ব রক্ষা

ও স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে।’

সংবাদ সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী বলেন, ‘এই কোটার নাম করে কেন মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো? আমরা তো বাকি জীবন একটা গৌরব নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমরা কোটা নিয়ে মোটেও আন্দোলন করছি না। এটা সরকারের বিষয়। কোটা সিদ্ধান্ত নেবে সরকার।’

আবদুল আহাদ চৌধুরী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সব কোটা বাতিল। আমরা মেনে নিয়েছি। উনি যদি আবার বলেন আবার দেবেন। সে ব্যাপারে আমাদের কোনো বিতর্ক নেই। আমরা শুধু বলছি, মান না দেন অন্তত অপমান করবেন না।’

এর আগে বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘অতি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী চক্র চালাকির সঙ্গে ছাত্রছাত্রী ও যুবকদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে। তারা অরাজকতা করে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি আঘাত করেছে। দেশের মুক্তিযোদ্ধা, পরিবার ও দেশপ্রেমিক জনগণকে বিষয়টি অত্যন্ত দুঃখজনকভাবে আহত করেছে। তাদের জানাতে চাই, মুক্তিযোদ্ধাদের মান না দাও, অপমান করো না।’

মুক্তিযোদ্ধাদের ছয়টি নিবন্ধিত সংগঠন নিয়ে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ গঠিত। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. মিনহাজুর রহমান, আবদুস সালাম মজুমদার, সেলিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist