খুলনা প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৮

খুলনায় সিলিন্ডার বিস্ফোরণ

ফায়ার ব্রিগেডের তিন কর্মীসহ দগ্ধ ৮

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফায়ার ব্রিগেডের তিন কর্মীসহ আটজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে নগরীর আহসান আহমেদ রোডের রোস্টার কিং নামক একটি ফাস্ট ফুডের দোকানের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন, রোস্টার কিং নামক ফাস্ট ফুড ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আল আমিন, ফায়ার ব্রিগেডের লিডার মামুন, ফায়ারম্যান ফরিদ ও মেজবাহ এবং মুরগী সরবরাহকারী ও প্রতিবেশী আবু তাহের। তবে বাকি তিনজনের নাম জানা যায়নি। খুলনা সদর থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রোস্টার কিংয়ের পেছনে রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় রান্নাঘরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ব্রিগেডের তিনকর্মী, দোকান মালিকসহ আটজন দগ্ধ হন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের অপারেটর রবিউল ইসলাম জানান, তাদের ফায়ারম্যান ফরিদের অবস্থা আশঙ্কাজনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist