নিজস্ব প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০১৮

গণভবনে ব্যাংক মালিকরা

সুদের হার কমাতেই হবে : প্রধানমন্ত্রী

সুদের হার কমাতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যাংকের সুদের হার কমাতে হবে। সিঙ্গেল ডিজিটে আনতে হবে। না হলে বিনিয়োগ সম্ভব না। গতকাল শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএবি) সদস্যদের উদ্দেশে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সুদের হার কমানোর কথা বলতে চাই, না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়, এটিকে অবশ্যই সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এতে আপনারা লাভবান হবেন, এবং জনগণ ব্যাংকগুলোর সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী হবে।’

সুদের হার কমিয়ে ব্যাংকগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা আপনাদের উত্থাপিত সব সমস্যার সমাধান করেছি, এখন আপনাদের অঙ্গীকার পূরণ করতে হবে।’

গত মাসে দলীয় এক অনুষ্ঠানে কথা বলার মাসখানেকের মাথায় গতকাল শুক্রবার গণভবনে ব্যাংক মালিকদের সামনে বিষয়টি আবারও তুলেন তিনি। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বার বার বলার পরও ব্যাংকগুলোতে ঋণের সুদের হার কমছে না। বরং বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের নতুন সুদ হার কার্যকর করে দুই থেকে ৫ শতাংশ পর্যন্ত সুদহার বাড়িয়ে দিয়েছে বলে খবর বের হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬৩ কোটি অনুদান দেওয়া হয়।

এ সময় বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহসভাপতি এম শহিদুল আহসান ও আরাস্তু খানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist