প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ এপ্রিল, ২০১৮

জাতিসংঘ মিশনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ কমিশন ভবনের সামনে ১৬টি মরদেহ রেখে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে জঙ্গিদের যুদ্ধে রাজধানী বাঙ্গুইয়ে এই বেসামরিক ব্যক্তিরা নিত হন। একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ওই লড়াইয়ে।

এই সহিংসতার প্রতিবাদ হিসেবে জাতিসংঘ সদর দফতরের সামনে মরদেহগুলো রেখে যায় স্থানীয়রা। এই বিক্ষোভ সম্পর্কে কোনো মন্তব্য করেনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ মিশন। গত রোববার বাঙ্গুইয়ের পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এক অভিযান শুরু করেছে সেখানকার জাতিসংঘ সেনারা।

খ্রিষ্টান সংখ্যাগুরু সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেলেকা মুসলিম বিদ্রোহীরা ক্ষমতা দখল করলে ২০১৩ তে অস্থিরতা শুরু হয়। এই সেলেকা বিদ্রোহীদের প্রতিহত করতে, মূলত খ্রিষ্টান ধর্মাবলম্বী অ্যান্টি-বালাকা সেনাবাহিনী গড়ে ওঠে। ২০১৬ তে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এলেও তারা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীন হওয়ার পর থেকেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে।

বিক্ষোভকারীদের রেখে আসা মরদেহ সরিয়ে ফেলে জাতিসংঘ মিশনের সদস্যরা। মিনুস্কা নামে পরিচিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ মিশন জানিয়েছে বিদ্রোহীরা সাধারণ মানুষকে শোষণ ও অত্যাচার করছে, এমন তথ্য পাওয়ায় তারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়।

গত মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায় যে তাদের সেনাবাহিনী আক্রমণের মুখে পড়ার পর বিদ্রোহীদের ওপর গুলি চালিয়েছে। তবে সিএনএনকে একজন বিক্ষোভকারী জানিয়েছে মঙ্গলবারের অভিযানের সময় জাতিসংঘ মিশনের সদস্যরা সাধারণ মানুষের ওপর গুলি ছোড়ে।

বাঙ্গুই জেলার মেয়র আতাহিরু বালা ডোডো জানিয়েছেন মঙ্গলবারের সংঘাতে ২১ জন নিহত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist