চট্টগ্রাম ব্যুরো

  ১৩ এপ্রিল, ২০১৮

চট্টগ্রামে জাল নোটের কারখানার সন্ধান

গ্রেফতার ২

জাল নোটের এক লাখ টাকা মাত্র ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামে। গত বুধবার রাতে নগরের নিউমার্কেট এলাকা থেকে ৩০ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতারের পর নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ।

গ্রেফতাররা হলেনÑ লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদের হাজ্জীপাড়ার আবদুর শুক্কুরের ছেলে মো. আনোয়ার হোসেন ও একই এলাকার সামসুল ইসলামের ছেলে মো. জাহেদ হোসেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এক হাজার ও পাঁচশ টাকা সমমানের ৩০ লাখ টাকার জাল নোটসহ আনোয়ার ও জাহেদকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদে আনোয়ারের বাড়িতে জাল নোট তৈরির তথ্য পাই আমরা। এরপর সেখানে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ, সিপিইউ, জাল নোট তৈরির উন্নত প্রিন্টার, জাল নোট কাটার মেশিন উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ওই বাড়ি থেকে জাল নোট তৈরির প্রক্রিয়াধীন এক হাজার

টাকার ৩০৯টি, ৫০০ টাকার ১০৫টি জাল নোটও উদ্ধার করা হয়। আসন্ন ঈদ সামনে রেখে তারা এসব জাল নোট তৈরি করছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির ও সিনিয়র সহকারী কমিশনার আসিফ মহিউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist