প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৮

ভারতের সবচেয়ে ধনী দল বিজেপি!

ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি। চলতি অর্থবছরে দলটির আয় হয়েছে এক হাজার ৩৭ দশমিক ২৭ কোটি রুপি। আর দেশটির জাতীয় কংগ্রেসের আয়ের পরিমাণ ২২৫ দশমিক ৩৬ কোটি রুপি। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা আয়কর রিটার্ন থেকে এই তথ্য উঠে এসেছে; যা গত মঙ্গলবার প্রকাশ করেছে দিল্লির অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। প্রতিবেদনে সাতটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে। দলগুলো হলোÑ বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি (বসপা), ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি), সিপিএম, সিপিআই ও তৃণমূল কংগ্রেস।

২০১৬-১৭ অর্থবছরে এসব দলের আয়ের হিসাব দাঁড়িয়েছে এক হাজার ৫৫৯ দশমিক ১৭ কোটি রুপি। এর মধ্যে বিজেপির আয় সব দলের আয়ের ৬৬ দশমিক ৩৪ শতাংশ। কংগ্রেসের আয় সাত দলের আয়ের ১৪ দশমিক ৪৫ শতাংশ। আর সবার পেছনে রয়েছে সিপিআই। তাদের আয় মাত্র ২ দশমিক শূন্য ৮ কোটি রুপি, যা সাতটি দলের আয়ের মাত্র শূন্য দশমিক ১৩ শতাংশ। সিপিএমের আয় চলতি অর্থবর্ষে কমেছে ৬ দশমিক ৭২ শতাংশ।

মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের আয় কমেছে ৮১ দশমিক ৫২ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist