আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ, ২০১৮

প্রথম কলাম

স্থূল হচ্ছে কেন কাতারের মানুষ?

কাতারে প্রতি দশজনে সাতজনই স্থূলকায় আর পাঁচজনে একজন ডায়াবেটিসে ভুগছেন। দেশটির ৭০ শতাংশ মানুষ?ই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ওজনের। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সেখানে স্থূল মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি। এজন্য খাদ্যাভ্যাস, প্রথা, ঐতিহ্য ও অলস জীবনযাত্রাকে দায়ী করা হচ্ছে। কাতারের জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড় আলডানা আল-খুলাইফি মনে করেন, এই সমস্যা সমাধানে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তিনি মনে করেন, কাতারে কোনো মানুষের পক্ষে স্বাস্থ্যসম্মতভাবে বাঁচা খুব কঠিন। এদেশের প্রথা এবং ঐতিহ্যই এক্ষেত্রে মূল বাধা। কারণ কাতারের যেকোনো উদযাপনে প্রচুর চর্বি জাতীয় খাবার খাওয়া হয়। এর মধ্যে থাকে চিনি বা মিষ্টিজাতীয় খাবার, প্রচুর তেলজাতীয় খাবার। মাংস এবং মিষ্টান্নের নানান পদ থাকে মেন্যুতে। বাড়িতে একজন মেহমান এলেও সবার জন্য খাবার তৈরি করাই দেশটির রীতি। ফলে সবাই অংশ নেন ভূরিভোজনে। তিনি আরো বলেন, স্বাস্থ্যকর খাবার এবং পুষ্টি সম্পর্কে কাতারে সচেতনতা প্রায় নেই বললেই চলে। কারণ এই বয়সের ছেলেমেয়েরা ফাস্টফুড বেশি খায়। আলডানা মনে করেন, ইসলামী পোশাকের কারণে অনেক নারীই শরীরচর্চা কিংবা খেলাধুলায় আগ্রহী হন না। কাতারে নারীরা হাইজাম্প কিংবা দৌড়ানোর মতো খেলাধুলায় অংশ নিতে পারে না। তবে ক্রমে সমাজের ভেতরে এ নিয়ে মনোভাবে পরিবর্তন আসছে। এখন লম্বা হাতাওয়ালা জার্সি এবং ফুলপ্যান্ট পরে খেলাধুলায় অংশ নিচ্ছে কাতারের মেয়েরা। প্রধান শহরগুলোতে গড়ে উঠছে মেয়েদের জন্য জিম এবং খেলাধুলা শেখানোর বিভিন্ন কোচিং একাডেমি।

বিশ্লেষকরা দেখেছেন, লোকজনের মধ্যে অলস সময় কাটানো এবং অসচেতনতার কারণে ওজন বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। সে কারণে সরকার এই সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে সচেতনতার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ধর্মীয় উদাহরণ ব্যবহার করে স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহী করে তোলেন। অন্যদিকে, এ বছরের শেষ দিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে, কাতারের সকল প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াবেটিস পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সূত্র : বিবিসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist