বিনোদন প্রতিবেদক

  ১৯ মার্চ, ২০১৮

জোনাকীতে ছবির বদলে খেলা

রাজধানীর পল্টন এলাকার জোনাকী প্রেক্ষাগৃহে সাধারণত দর্শকরা ছবি দেখে অভ্যস্ত। কিন্তু গতকাল রোববার ছবি না দেখিয়ে ভিন্ন আয়োজন করে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। গত শনিবার রাতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নিদাহাস ট্রফির বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল খেলা দেখাবে। গতকাল রোববার দুপুরে এমনটাই বললেন প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।

দেলোয়ার জানান, জোনাকী প্রেক্ষাগৃহ এবারই প্রথম খেলা দেখাচ্ছে না। এর আগেও ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল। তার মতে, ছবির বাজার খারাপ হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

দেলোয়ার হোসেন বলেন, ‘সারাদেশের মানুষের চোখ আজ বাংলাদেশ ও ভারতের খেলার দিকে। মানুষ এখন খেলায় বেশি আনন্দ উল্লাস প্রকাশ করে। এই সময়টাতে প্রেক্ষাগৃহ লোকজন থাকে না বললেই চলে। কয়েক বছরে অভিজ্ঞতায় তেমনটাই বলতে পারি। তাই আমরা খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে করে আনুষঙ্গিক খরচ অন্তত ওঠে আসে।’

এ জন্য অবশ্য ৭০ টাকার বিনিময়ে টিকিট কিনতে হয়েছে আগ্রহীদের। তবে রিয়াল সিটে বসে খেলা দেখতে লেগেছে ৬০ টাকা। গতকাল প্রেক্ষাগৃহের বাইরের পোস্টার টাঙানো হয়। সন্ধ্যা সাতটায় খেলা দেখানোর জন্য হলের গেট খুলে দেওয়া হয়।

ব্যবস্থাপক বলেন, ‘কয়েকদিন ধরে আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখতে আসা দর্শকের সংখ্যা বলার মতো না। তাই সিদ্ধান্ত নিলাম খেলা দেখানোর। কিছু দর্শক তো আসবেন, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ কিছু টাকা পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist