নিজস্ব প্রতিবেদক

  ১৭ মার্চ, ২০১৮

প্রিলিতেই কোটা চান মুক্তিযোদ্ধার সন্তানরা

সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন কোটাবিরোধী আন্দোলনকে বেগবান করে তুলেছেন, তখন এর বিরুদ্ধে পাল্টা রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা। শুধু তাই নয়, কোটা সংস্কারে সরকারের নেওয়া পদক্ষেপ বাতিল করে, বিসিএসে প্রিলিমিনারি থেকেই কোটা প্রথা সংস্কারের দাবি জানান তারা। গতকাল শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শতাধিক শিক্ষার্থী এ দাবি জানান।

এদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা কোটা বিরোধী আন্দোলনে নেমেছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। কোটাভুক্ত খালি আসন মেধাতালিকা থেকে নেওয়ার যে সিদ্ধান্ত সরকার সম্প্রতি নিয়েছে, তাও বাতিলের দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে এ সমাবেশ ও মানববন্ধন করেন আন্দোলনকারীরা। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের দফতর সম্পাদক আহমেদ রাসেলসহ অন্য নেতারা অংশ নেন।

মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশ ও মানববন্ধনে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশের জন্য জীবন দিয়েছেন। তাই এ সরকার তাদের সম্মান দিয়েছে। কোটাসহ রাষ্ট্রীয় কিছু সুযোগ-সুবিধা দিয়েছে; যা দেখে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি স্থির থাকতে পারছে না। তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য উঠেপড়ে লেগেছে। আমরা এটা হতে দিতে পারি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist