বাগেরহাট প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০১৮

বাগেরহাটে ৪ রোহিঙ্গাসহ আটক ৫

বাগেরহাটে ৪ রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বাগেরহাট শহরের ব্যস্ততম রাহাতের মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ঠান্ডা মিয়ার ছেলে শুনা আলী, শুনা মিয়ার মেয়ে রাশিদা, আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা, ছালামের মেয়ে বেবী। তাদের বাড়ি মিয়ানমারের রাখাইন ও আরাকান রাজ্যের বিভিন্ন গ্রামে বলে পুলিশ জানিয়েছে। এদের সহযোগী বাংলাদেশি নাগরিক কক্সবাজার জেলার বড় মহেষখালী জাগিরাঘোনা গ্রামের তোফাইল আহমেদের ছেলে মো. ইলিয়াছ। তাদের বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক বাংলাদেশি ইলিয়াস সাংবাদিকদের বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার ৩ নারীসহ ৪ নাগরিক বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের লেদামেকাশি ফটক্যাম্পে আশ্রয় নেন। এখানে তাদের সঙ্গে আমার পরিচয় হয়। তারা বাংলাদেশ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করে। আমি তাদের নিয়ে বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) মাজার দেখতে আসি। বুধবার সন্ধ্যায় আমরা মাজার দেখে শহরের একটি হোটেলে উঠি। বৃহস্পতিবার সকালে পুলিশ আমাদের ধরে থানায় নিয়ে আসে।

বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, বাগেরহাট শহরের ঘোরাঘুরির সময় সন্দেহভাজন তিন নারীসহ পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ৩ যুবতীসহ চারজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে। প্রথমে বালাদেশি ইলিয়াস ৩ রোহিঙ্গা যুবতীকে চেনে না বলে জানালেও পরে তাদের বাগেরহাটে নিয়ে আসার কথা স্বীকার করে। আটক রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাহতাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist