গাইবান্ধা প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৮

সুন্দরগঞ্জে উপনির্বাচন পরবর্তী সহিংসতা ভাঙচুর : আহত ৮

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ উপনির্বাচনে ফল ঘোষণার পর গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা জাতীয় পার্টির নবনির্বাচিত এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত তিনটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনছার আলী সরদার জানান, পরাজিত দলের সমর্থকরা জাপা সমর্থক সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনের চারটি মেশিনসহ অফিসঘর ভাঙচুর করেন। নবনির্বাচিত এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর গাড়িগুলো ভাঙচুর করা হয়। গাড়িগুলো সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনে পার্কিং করা ছিল। পৌর জাপার সভাপতি আবদুর রশিদ সরকার ডাবলু জানান, হামলাকারীরা উপজেলা পরিষদ হতে পৌর শহরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করে এবং জাতীয় পার্টির সমর্থকদের মারধর করে। পরাজিত দলের সমর্থকরা তার ব্যবসা প্রতিষ্ঠান স্মৃতি ক্লোজ স্টোরে এবং জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে হামলা চালায়। তিনি দাবি করেন, এতে জাতীয় পার্টির কমপক্ষে আটজন সমর্থক আহত হয়েছেন। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাতে নবনির্বাচিত এমপি হামলা-ভাঙচুরের বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নিকট অভিযোগ করেছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়নি। ওসি আতিয়ার রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist