কক্সবাজার প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৮

কক্সবাজারে পাথর মহাল এখন প্রশাসনের নিয়ন্ত্রণে

কক্সবাজার শহরে বাঁকখালী নদীর তীরে কস্তুরাঘাটের বিআইডব্লিউটিএ অফিসের পেছনে একটি বিশাল পাথর মহালের সন্ধান পাওয়া গেছে। প্রায় পাঁচ একর জায়গাজুড়ে এই পাথর মহাল বিস্তৃত বলে জানা গেছে। সন্ধান পাওয়া এই পাথর মহালটি কক্সবাজার জেলা প্রশাসন নিয়ন্ত্রণে নিয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে একটি টিম অভিযানে গিয়ে মহালটি প্রশাসন নিয়ন্ত্রণে নেয়। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দীন সঙ্গে ছিলেন। মো. নোমান হোসেন প্রিন্স জানান, শহর লাগোয়া বাঁকখালীর নদীর তীরে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে পাথরের একটি মহালের সন্ধান মিলেছে। একটি চক্রটি বেশ কিছুদিন ধরে সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। খবর পেয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নির্দেশ অনুযায়ী পাথর মহালটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। তিনি আরো জানান, ওই চক্রটি এরই মধ্যে বিপুল পাথর উত্তোলন করেছে। অভিযানে ওই বিপুল পাথর জব্দ করা হয়েছে। সেখানে জনসাধারণ বিচরণে নিষেধাজ্ঞা দিয়ে লাল পতাকা পুঁতে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পাথর মহালটি অত্যন্ত সম্ভাবনাময়। এই মহাল থেকে বিশাল অঙ্কের রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। তাই মহালটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। পরে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist