প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

রাষ্ট্রপতির টেগোরস আর্ট গ্যালারি পরিদর্শন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবার ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে ব্রুকসাইড বাংলো পরিদর্শন করেছেন। রবীন্দ্রনাথ ১৯১৯ সালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। মুক্তিযুদ্ধকালে মুক্তি বাহিনীর সাব-সেক্টর কমান্ডার এবং বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৭ বছর পর গতকাল এখানে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন।

রাষ্ট্রপতি বাংলোর ভেতরে প্রবেশ করে টেবিলে রাখা গীতাঞ্জলি থেকে বাংলায় কিছু কবিতা আবৃত্তি করেন। সেখানে দেয়ালে হাতে লেখা মূল কবিতার চরণ ঝোলানো রয়েছে। এরপর রাষ্ট্রপতি কবির ব্যবহৃত বিছানা এবং গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। এই গ্যালারিতে আর্ট শিক্ষার্থীদের আঁকা পেইন্টিং রয়েছে। এখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ব্রুকসাইড বাংলোতে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের অক্টোবরে শিলং এসে এই ব্রুকসাইড বাংলোতে উঠেছিলেন। এটি বর্তমানে রবীন্দ্রনাথ আর্ট গ্যালারি, যা বর্তমানে মেঘালয় সরকারের শিল্প ও সাহিত্যের প্রাণকেন্দ্র।

কবিগুরু এখানেই তার বিখ্যাত ধ্রুপদী উপন্যাস শেষের কবিতা লেখেন। এ সময়ে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী রাশিদা খানম, সংশ্লিষ্ট সচিব এবং পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist