নিজস্ব প্রতিবেদক

  ১০ মার্চ, ২০১৮

প্রধানমন্ত্রীকে ফোন

সহযোগিতা চাইলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব

ভারতের ত্রিপুরা রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে শপথ নেওয়ার আগে সকালে ঢাকায় ফোন করেন বিপ্লব কুমার দেব; যার পৈতৃক ভিটা রয়েছে বাংলাদেশের চাঁদপুরে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিপ্লব ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্বাস দেন। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথাও প্রধানমন্ত্রী টেলিফোন আলাপে স্মরণ করেন বলে জানান তার প্রেস সচিব।

গত ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বড় বিজয় পায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে দিয়ে ত্রিপুরায় দুই যুগের বাম শাসনের অবসান ঘটে। ওই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লবের পৈতৃক ভিটা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান। ত্রিপুরাতেই বিপ্লবের জন্ম। তার কাকা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।

বিজেপি প্রতিনিধিদলের প্রধান হয়ে ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন বিপ্লব। তখন চাঁদপুর পৈতৃক ভিটাও তিনি ঘুরে যান। এবার ভোটে জয়ের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশের সহযোগিতা নিয়েই তিনি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে চান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist