মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১০ মার্চ, ২০১৮

ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে প্রয়োজন দক্ষ শিক্ষক

মোঃ তাজুল ইসলাম এমপি

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বহুতল ভবন ও সুন্দর চেয়ার-টেবিল দিয়ে ভালো প্রতিষ্ঠান নির্বাচিত হয় না। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন দক্ষ শিক্ষক। গত বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম উপজেলার কালিয়াপুর কাজিমুদ্দিন সৈয়দ আলী আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি তাজুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। অতীতের তুলনায় সব প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে। তবে বহুতল ভবন ও সুন্দর চেয়ার-টেবিল দিয়ে ভালো প্রতিষ্ঠান নির্বাচিত হয় না। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন একজন দক্ষ শিক্ষক। নিবেদিত শিক্ষকরাই পারেন প্রতিষ্ঠানকে উন্নতির শিখরে পৌঁছাতে। তাই শিক্ষার্থীদের সর্বদা শিক্ষকদের পরামর্শ অনুযায়ী, লেখা-পড়া করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. ওয়াজি উল্যাহ। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন লাকসাম উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খান, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল খায়ের, লোকমান হোসেন, মাওলানা আবুল বাশার, মনিরুল ইসলাম রতন, মাস্টার সুলতান আহম্মেদ, সফিকুর রহমান, মনিরুজ্জামানসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা যুবলীগ নেতা দলিলুর রহমান মানিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist