নিজস্ব প্রতিবেদক

  ০৬ মার্চ, ২০১৮

বললেন আইজিপি

জাফর ইকবালের ওপর হামলাকারী স্বতঃপ্রণোদিত জঙ্গি

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন লেখক জাফর ইকবালের ওপর হামলাকারী নিজেনিজেই জঙ্গি আদর্শে আসক্ত হয়ে এ কাজ করেছে। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী ছাত্রসমাবেশ ও কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), লালবাগ জোনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী ছাত্রসমাবেশ ও কনসার্ট’ হয়। জবির সংগীত বিভাগের পরিবেশনায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।

আইজিপি বলেন, আমরা হামলাকারীকে জনগণ ও শিক্ষার্থীদের সহায়তায় গ্রেফতার করেছি। হামলাকারীর বিষয়ে জানতে তার পরিবার ও স্বজনদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘মাদক সামাজিক সমস্যা। আর সামাজিকভাবেই এই সমস্যার মোকাবিলা করতে হবে। জনগণকে একসঙ্গে নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। পারিবারিক মূল্যবোধ একটি মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। মাদক সমস্যা নিরাময়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা রাখতে পারে। প্রধান আলোচকের বক্তব্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বর্তমানে বাংলাদেশে আমাদের অন্যতম জাতীয় শত্রু মাদক, আর দ্বিতীয়টি হচ্ছে জঙ্গিবাদ বা সন্ত্রাস। এগুলো নির্মূলে আমাদের দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধের মতো আন্দোলন গড়ে তুলতে হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘শুধুমাত্র পুলিশ দিয়ে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ৭ মার্চে যেমন বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন, তেমনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাসের বিষাক্ত ছোবল থেকে দেশকে রক্ষার্থে দুর্গ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মদের মাঝে যাতে ধর্মীয় বিভ্রান্তি প্রবেশ করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের ধর্মীয় সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ জোনের উপপুলিশ কমিশনারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে এ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাকী, প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ড. জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই রাতেই ঢাকা সিএমএইচে আনা হয় জাফর ইকবালকে। তিনি এখন শঙ্কামুক্ত। হামলাকারী ফয়জুল পুলিশ হেফাজতে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist