পাঠান সোহাগ

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

প্রাণের বইমেলা

ক্রেতার হাতে ব্যাগভর্তি বই

অমর একুশের গ্রন্থমেলায় এখন বেজে উঠছে বিদায়ের সুর। মেলা আর মাত্র ৫ দিন চলবে। শেষ সময়ে মেলা গতি পেয়েছে। বেড়েছে ভিড়। দলে দলে মেলায় ঢুকছে দর্শনার্থী, পাঠক, ক্রেতা। সবাই মেলায় শুধু ঘুরে বেড়াচ্ছেন না, বইও কিনছেন। হাতে ব্যাগভর্তি বই নিয়ে বাড়ি ফিরছেন। বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি প্রকাশকরা। এমনটায় ছিল গতকাল শুক্রবারের চিত্র।

গতকাল সকালে সরেজমিন দেখা গেছে, মেলার দ্বার খোলার আধা ঘণ্টা আগে প্রবেশপথে ছিল দীর্ঘলাইন। সেই লম্বা লাইনের লেজ গিয়ে ঠেকেছে টিএসসির মোড়ে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করা হলেও ওই লাইনে ছিল সব বয়সীর মানুষ। তবে শিশু-কিশোরের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গতকালের মেলায় খুদে পাঠকের পদচারণায় সোহরাওয়ার্দী প্রাঙ্গণে খুশির বন্যা বইছিল। শিশু চত্বরের চারপাশের স্টলগুলোতে সাজানো শিশুতোষ বইয়ের সমাহার। দলে দলে বাবা-মায়ের হাত ধরে শিশুরা এসব বই দেখছে ও কিনছে। যাচাই-বাছাই ছাড়াই চলছে বিকিকিনি। কচি-কাঁচাদের পদচারণায় মুখরিত হয়ে ছিল শিশু চত্বর।

মেয়েকে নিয়ে মেলায় এসেছিলেন রাজধানীর ইব্রাহীমপুরের কাকলী। তিনি বলেন, ‘সকালের পরিবেশটা শিশুদের জন্য ভালো। এবার মেলায় বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করেছেন এটা ভালো উদ্যোগ। মেয়ের পছন্দ মতো আট দশটি শিশুতোষ বই কিনেছি।’ কাঁঠাল বাগানের আকরাম হোসেন বলেন, ‘পরিবারে সবাইকে নিয়ে এসেছি। সবাই নিজের পছন্দে বই কিনেছে। ব্যাগভর্তি বই। এখন বাড়ি যাওয়ার পালা।’

অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘মেলার দৃশ্যপট পাল্টে যাচ্ছে। ক্রেতার সংখ্যা বাড়ছে। হাতে বইয়ের তালিকা নিয়ে বই কিনছেন। ব্যাগভর্তি বই নিয়ে বাড়ি ফিরছেন। বিক্রি বেড়েছে। বাকি ক’দিন মেলা জমজমাট থাকবে আশা করি।’

গতকাল শুক্রবার ছিল মেলার ২৩ম দিন। এদিনে মেলায় আসা নতুন বইয়ের মধ্যে গল্প ৩৫টি, উপন্যাস ২৮টি, প্রবন্ধ ২২টি, কবিতা ১০১টি, গবেষণা ১৩টি, ছড়া সাতটি, শিশুসাহিত্য পাঁচটি, জীবনী চারটি, মুক্তিযুদ্ধের সাতটি, ইতিহাস ১০টি, চিকিৎসা-স্বাস্থ্য একটি, বিজ্ঞান তিনটি, রম্য-ধাঁধা একটি, সায়েন্স ফিকশন দুইটি, ধর্মীয় একটি এবং অন্যান্য ১৮টি বইসহ মোট ২৬৬টি নতুন বই রয়েছে।

আজকের আয়োজন : আজ শনিবার। অমর একুশে গ্রন্থমেলার ২৪তম দিন। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজও ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গ্রন্থমেলায় থাকবে শিশুপ্রহর। এ দিন সকাল সাড়ে ১০টায় গ্রন্থমেলার মূল মঞ্চে শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে রয়েছে দেশ বিভাগের সত্তর বছর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইমানুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন সৈয়দ হাসান ইমাম ও নূরজাহান বোস। সভাপতিত্ব করবেন কামাল লোহানী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist