রাজবাড়ী প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ছাত্রীর ওপর হামলা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করতে এসে সহপাঠীর হামলার শিকার হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই হামলা চালায় তানজির হোসেন নামের এক ছাত্র। এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই বিদ্যালয়ের নিশ্চন্তপুর গ্রামের দশম শ্রেণির ছাত্র তানজির হোসেন। ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তানজির তাকে ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরে স্কুলে এলে ওই ছাত্রীর ওপর হামলা চালায় সে। এ ঘটনার জের ধরে শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে এক সালিস বৈঠক হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ কুমার পাল, ম্যানেজিং কমিটির সদস্য সাদেক আলী সরদার, খোরশেদ আলম, তোফাজ্জেল হোসেন, আবদলি আলীম, মিলন হোসেন, জরিপ, সোবহান, জহুরুল, মোর্শেদুল, ইমন, আমোদ মোল্যাসহ এলাকার লোকজনের উপস্থিতি প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ও দোষ স্বীকার করে তানজির হোসেন। এ ব্যাপারে শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল জানান, অভিযুক্ত ছাত্র তানজির হোসেনকে মৌখিকভাবে স্কুলে আসতে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist