নিজস্ব প্রতিবেদক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

খালেদার আপিল মোকাবিলায় প্রস্তুত দুদক

দুর্নীতি দমন কমিশন-দুদক সোমবার রাতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি পেয়েছে। এর পর রাতেই রায় পড়ে শেষ করেছেন সংস্থাটির আইনজীবীরা। তারা বলেছেন, এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আজ জামিন আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিল করেন, তা হলে তা মোকাবিলার জন্য দুদক প্রস্তুত আছে। গতকাল মঙ্গলবার সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ কথা জানান।

দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাতেই দন্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন খালেদা জিয়া। ওইদিন দুপুরে মামলার রায় ঘোষণা করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত। এর ১২ দিন পর সোমবার একই আদালত এ মামলার এক হাজার ১৭৪ পৃষ্ঠার রায় প্রকাশ করেন। এদিন খালেদা জিয়াসহ মামলার আসামিদের ও দুদককে রায়ের কপি সরবরাহ করা হয়। উল্লেখ্য, রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন আদালত। এ ছাড়া মামলায় অন্য আসামি তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist