পাঠান সোহাগ

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

প্রাণের বইমেলা

পুষিয়ে নেওয়ার বিশেষ প্রস্তুতি

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছিল মেলায় উপচে পড়া ভিড়। পরের তিন দিন রবি ও সোম মঙ্গলবার দেখা যায়নি সেই ভিড়ের ধাক্কা। এই তিন দিন যারা মেলায় এসেছিলেন তারা বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়িয়েছেন, ধুলামুক্ত ছিমছাম পরিবেশে। বিকেলটা বেশ মজা করে কাটিয়েছেন। আজ মহান একুশ। রাত থেকেই লোকে লোকারণ্য থাকবে শহীদ মিনার, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান চত্বর। এই একদিনেই পুষিয়ে নেবেন বাকি দিনের বকেয়া। একুশে দিনভর চলবে মেলা। প্রকাশকরা এদিনের জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে মেলার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয় বিকেল ৩টায়। বিকেল থেকেই ধীরে ধীরে দর্শনার্থী-পাঠক আসতে শুরু করেন। ভিড় কম, ধুলা নেই। ছিল না লেখক, পাঠক, প্রকাশক ও ক্রেতা-দর্শনার্থীর ধাক্কাধাক্কি। ছিমছাম পরিবেশে বই বিকিকিনি চলছে। মেলাকে ঘিরে চলছে আড্ডা। বন্ধু-বান্ধব আর পরিবারের সদস্যরা বই কেনার সঙ্গে আড্ডাও দিচ্ছে। দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণের ফাঁকা জায়গায় এমন আড্ডা

জমিয়েছে। কথা হয় একাডেমির নতুন ভবনের সামনে বসে থাকা আরমান নিলয়ের সঙ্গে। তিনি বলেন, ‘দু-তিন দিন পর মেলায় আসি। বন্ধু-বান্ধব থাকে সঙ্গে। সব দিন বই কেনা হয় না।’ সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চের পাশে প্রিয় লেখকের বই উন্মোচনের অপেক্ষায় আছেন ইসরাফিল আহমেদ। তিনি বলেন, ‘আজ এসেছি, একুশে ফেব্রুয়ারি ছুটির দিন। আবার আসব। মেলায় আসলে প্রাণ জুড়িয়ে যায়।’

ঐতিহ্য প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফুর রহমান নাঈম বলেন, ‘এবারে মেলায় তরুণরাই বেশি বই কিনেছেন। তাদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের বইগুলোর ভালো বিক্রি হয়েছে। অমর একুশে উপলক্ষে বাড়তি একটা নজর আছে। আশা করছি শেষের সাত দিনে মেলা বেচা-বিক্রি ভালো হবে।’ মেলায় এসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, ‘এ বছর মেলায় কয়েক দিন এসেছি পরিচিত লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করতে। আমি সব সময় বলি নতুন নতুন বই প্রকাশ করলে হবে না। নতুন নতুন পাঠক তৈরি করতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠক হিসেবে তৈরি করতে শিক্ষক, অভিভাবকদের অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।’

বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছে। পুরস্কার পেয়েছেন কানাডা প্রবাসী কবি মাসুদ খান এবং যুক্তরাজ্য প্রবাসী কবি মুজিব ইরম। আগামীকাল বৃহস্পতিবার বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

এদিকে, গতকাল মঙ্গলবার বিকেলে বইমেলায় শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ-এর ছোটদের জন্য এক ব্যাগ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আদিগন্ত প্রকাশনী থেকে ছয়টি বই একসঙ্গে পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার টাকায়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুল হক চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ ও আদিগন্ত প্রকাশক মোশতাক রায়হানসহ অনেকে।

গতকাল মঙ্গলবার গ্রন্থমেলার ২০তম দিন। এদিনে মেলায় আসা নতুন বইয়ের মধ্যে গল্প ১৯টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ দুটি, কবিতা ৪৮টি, ছড়া একটি, শিশুসাহিত্য ছয়টি, গবেষণা একটি, রচনাবলি একটি, ভ্রমণ কাহিনী চারটি, মুক্তিযুদ্ধের তিনটি, বিজ্ঞান একটি, রম্য-ধাঁধা দুটি, অনুবাদ ছয়টি সায়েন্স ফিকশন দুটি এবং অন্যান্য ১৩টি বইসহ ১২৪টি নতুন বই রয়েছে।

আজকের আয়োজন : আজ বুধবার। অমর একুশে। মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। এদিনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল সাড়ে ৭টায় একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে রয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি কামাল চৌধুরী। বিকেল ৪টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা। একুশে ফেব্রুয়ারির লক্ষ্য কী, অর্জনের পথ কোন দিকে শীর্ষক বক্তৃতা প্রদান করবেন ইমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি ইমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist