নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

বাণিজ্যমন্ত্রী বললেন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করছে। এ পর্যন্ত যত রোহিঙ্গা বাংলাদেশে এসেছে মিয়ানমারকে এদের সবাইকে ফেরত নিতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, চলতি মাসেই মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ঠিক সেদিনই ৩০০ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে তারা। মিয়ানমারের অবস্থান আমরা কিছুই বুঝতে পারছি না।

রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের পর তিনি জেলে আছেন। আদালতের রায়কে আইনিভাবেই মোকাবিলা করা উচিত। আমি আদালতের বিষয়ে কিছু বলতে চাই না।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ আজ সব ক্ষেত্রে সঠিক পথে আছে। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সব ট্র্যাকেই। এছাড়া বর্তমানে পেঁয়াজসহ সব কিছুর দাম স্বাভাবিক রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist