নিজস্ব প্রতিবেদক

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপিকে হানিফ

দুর্নীতিবাজদের নেতৃত্ব থেকে সরান

খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে ইঙ্গিত করে দুর্নীতিবাজদের নেতৃত্ব থেকে সরাতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, বিএনপি নেতাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মাঠে নেমে এখনো আন্দোলন কর্মসূচি পালন করছেন আপনারা আপনাদের এই দুর্নীতিবাজ নেতাদের পরিহার করুন। যদি আপনারা এ দেশের জনগণের জন্য রাজনীতি করতে চান, তাহলে দলে পরিচ্ছন্ন নেতৃত্ব নিয়ে আসুন। তাহলে আপনাদের ওপর দেশের জনগণের আস্থা আসতে পারে। গতকাল বুধবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির শীর্ষ নেতারা দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের সঙ্গে সম্পর্ক না রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়ে হানিফ বলেন, এই ধরনের একটি রাজনৈতিক দল যার শীর্ষ নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আজকে বিএনপির অনেক নেতা বলেন, হল-মার্কসহ ব্যাংক দুর্নীতির বিচার সরকার করে না, অথচ সামান্য কয়েক কোটি টাকার বিচার করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। হল-মার্ক ব্যাংক থেকে লোন নিয়েছিল, ব্যবসায়ী হিসেবে তারা লোন নিয়েছিল। আর দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের জনগণের সমস্ত দায় দায়িত্ব দেখভালের শপথ নিয়েছিলেন। শপথ নেওয়ার পরে রাষ্ট্রের কোষাগার থেকে একটি টাকা আত্মসাৎ হওয়া মানে শপথ ভঙ্গ হওয়ার শামিল। এখানে শপথ ভঙ্গ হয়েছে, টাকার পরিমাণ মুখ্য বিষয় নয়।

বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ বলেন, কোন লজ্জায় আপনারা একজন দুর্নীতিবাজ নেত্রীর জন্য মানববন্ধন করেন। আপনারা রাজনীতি করেন বলে কি নীতি-নৈতিকতা কিছুই নেই। আজকে এটা প্রমাণিত হয়েছে বিএনপি এদেশের জনগণের জন্য রাজনীতি করে না, মানুষের জন্য করে না। রাজনীতি করে তাদের ব্যক্তিগত প্রয়োজনে, নিজের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist