প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

ইসরায়েলের বসতি স্থাপন শান্তি প্রক্রিয়া জটিল করছে : ট্রাম্প

পশ্চিমতীরে ইসরায়েলের দখলকৃত এলাকায় স্থাপন করা বসতিগুলো মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে জটিল করে তুলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি কর্তৃপক্ষকে বিষয়টি ‘নজরে’ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গত রোববার দেশটির রক্ষণশীল সংবাদমাধ্যম ইসরায়েল হাইয়ুমে প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এসব এলাকায় ১৪০টি বসতিতে ছয় লাখেরও বেশি ইহুদি বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুসারে এসব বসতিকে অবৈধ বলে বিবেচনা করা হয়। তবে ইসরায়েল একে বৈধ দাবি করে থাকে।

ইসরায়েলের বসতি নিয়ে সংবাদমাধ্যমটির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বসতি নিয়ে কথা বলব। বসতির বিষয়টি জটিল আর সব সময়ই তা শান্তি প্রক্রিয়াকে জটিল করে তোলে। আমার মনে হয় ইসরায়েলের বিষয়টা খেয়াল রাখা উচিত।’ গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আর কোনো শান্তি আলোচনায় বসবেন না তারা। পরে অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হয়ে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় এলে তা মানতে রাজি হয় আব্বাসের দল পিএলও। যুক্তরাষ্ট্র কখন তাদের মধ্যপ্রাচ্য পরিকল্পনা উপস্থাপন করবেÑইসরায়েল হাইয়ুমের এডিটর ইন চিফ বোয়াজ বিসমাউথের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কী ঘটছে তা আমরা পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে ফিলিস্তিনিরা শান্তিপ্রক্রিয়ার মধ্যে নেই, তারা এর মধ্যে একেবারেই নেই। ইসরায়েলের বিষয়ে, আমি নিশ্চিত নই, তারাও হয়তো শান্তিপ্রক্রিয়ায় আগ্রহী নয়। এ কারণে আমাদের অপেক্ষা করে কী ঘটছে তা দেখা দরকার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist