নিউইয়র্ক (ইউএনএ)

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

সংসদ নির্বাচন

৫০ জন প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেবে যুক্তরাষ্ট্র আ.লীগ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনী প্রচারে অংশ নিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বড় প্রস্তুতি নিচ্ছে। এ নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী দেশে এসে ৫০ জন সংসদ সদস্যপ্রার্থীর পক্ষে প্রচার ও দলীয় কাজে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোনো বিভেদ-বিভক্তি নেই। দলের ভেতরে এ ব্যাপারে ঐকমত্য রয়েছে বলে জানিয়েছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

নিউইয়র্কের জ্যাকসন হাইট পালকি পার্টি সেন্টারে গত মঙ্গলবার এক সাংবাদ সম্মেলনে সেখানকার আওয়ামী লীগ নেতারা বলেন, আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীর দেশে গিয়ে প্রার্থীদের পক্ষে কাজ করবেন। এজন্য সব ব্যয় প্রবাস থেকেইে জোগান দেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।

আবদুস সামাদ আজাদ বলেন, জননেত্রী শেখ হাসিনা গত ৩০ জানুয়ারি মঙ্গলবার হজরত শাহজালালের পুণ্যভূমি সিলেট সফরের মাধ্যমে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। তাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাংবাদিক সম্মেলনের মাধ্যেমে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী নির্দেশ অনুসরণ করার প্রত্যয় ঘোষণা করছে। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শুধুমাত্র দলীয় প্রার্থীদের পক্ষেই কাজ করবে, অন্যকোনো প্রার্থীর জন্য নয়।

প্রবাসীদের ভোটাধিকার-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সিদ্দিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোটাধিকার দিতে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি বাংলাদেশের ভোটার হয়েছেন এবং দেশে প্রবাসীদের ভোটার হতে কোনো বাধা নেই। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের মধ্যে সহসভাপতি মাহবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ ও লুৎফুল করীম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপ-দফতর সম্পাদক আবদুল মালেক, মানবাধিকারবিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, প্রবাসবিষয়ক সম্পাদক সোলায়মান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, কার্যকরী পরিষদ সদস্য শাহানারা রহমান, কফিল চৌধুরী, রফিকুর রহমান প্রমুখ মঞ্চে ছিলেন। এ ছাড়াও সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল হোসেন, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, নান্টু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist