নিজস্ব প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০১৮

পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বিভিন্ন স্থানে কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের তিন দিনের কর্মবিরতি পালন করা হয়। গতকাল সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন। দেশের ৩২৭টি পৌরসভায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতিতে পানি ছাড়া সকল নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া রাতের বেলা পৌর এলাকার সড়ক বাতি বন্ধ রাখা হয়।

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন পৌরসভায় কর্মবিরতিতে অংশ নেন। তারা হলেনÑইঞ্জিনিয়ার সাত্তার, মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ম. ই তুষার, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির, ইঞ্জিনিয়ার শহীদুল, এমরান মোল্লা, এছহাক আলী, রঞ্জন কান্তি , মোজাম্মেল হক, তন্দ্রা উয়াসমিন প্রমুখ।

কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্লা তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া হলে নতুন কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist