আদালত প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০১৮

অ্যাটর্নি জেনারেল বললেন

খালেদার আপিল আত্মসমর্পণ করে জেলে যাওয়ার পর

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দন্ডিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথমে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। এর পরই তিনি আপিলের আবেদন করার সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল রোববার আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা সামনে রেখে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাধারণ একজন অপরাধী যেভাবে আইনি প্রক্রিয়ায় যাবেন, খালেদা জিয়াকেও সেভাবেই যেতে হবে। আত্মসমর্পণ করতে হবে, জেলে যেতে হবে; এর পর আপিলের আবেদন করবেন। ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।

অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদ- হতে পারে। সে ক্ষেত্রে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist