ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০১৮

১৪৪ ধারা জারি

যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের কমিটিকে কেন্দ্র করে বর্তমান কমিটির আহ্বায়ক আবুল খায়ের ও সাবেক কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় উপজেলা প্রশাসন পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

আহতদের মধ্যে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, ছাত্রলীগ নেতা তুষার, পথচারী আকবর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সকালে যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল খায়েরের সংবর্ধনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হন। তাই বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় পৌর শহরে দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

যুবলীগের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম জানান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়েরকে সংবর্ধনা দেওয়ার জন্য স্মৃতিসোধ প্রাঙ্গণে মঞ্চ তৈরি করা হয়। বেলা ১১টায় তাকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার লোকজন সকালে মঞ্চ ভাঙচুর করে তাদের লোকজনের ওপর হামলা করে বলে অভিযোগ করেন। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতি বলেন, ‘বর্তমান কমটিতে আওয়ামী লীগের পরীক্ষিত লোকদের বাদ দিয়ে জামায়াত-শিবিরের লোকদের দিয়ে কমিটি করা হয়েছে। এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পথচারীসহ ১০ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist