প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে রেহাই দেবে গুগল

ইন্টারনেটে কোনো একটা সাইটে গিয়ে কিছু খুঁজেছেন বা গুগলেই হয়তো সার্চ দিয়েছেন। এরপর থেকে সেই জিনিসের বিজ্ঞাপন-আপনি যে সাইটেই যাচ্ছেন সেখানেই আপনাকে টার্গেট করছে। এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে আরো বহু ইন্টারনেট ব্যবহারকারীর মতো। এই যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে গুগল নিজেই এবার একটা অপশন বাতলে দিচ্ছে। কেউ এখন ইচ্ছে করলে এই বিজ্ঞাপন ‘মিউট’ করে দিতে পারবে।

‘রিমাইন্ডার অ্যাড’ নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলোকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোনো পণ্য কেনার জন্য সার্চ করলে সঙ্গে সঙ্গে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা। গুগল অবশ্য দাবি করছে, এই ‘রিমাইন্ডার অ্যাড’ লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তার পরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরো বেশি সুযোগ করে দিতে চায়। গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব সাইট, তারা এখন কোনো ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই ‘মিউট’ বা ‘হাইড’ করা যাবে। তবে এ ধরনের বিজ্ঞাপন পুরো বন্ধ বা ‘অপট আউট’ করার কোনো অপশনের কথা গুগল এখনো ভাবছে না। যাদের গুগল অ্যাকাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে ‘রিমাইন্ডার অ্যাড’ পাঠাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist