বান্দরবান প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০১৮

বান্দরবানে অপহরণের সাত দিন পর চার তামাকচাষি উদ্ধার : আটক ৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম বাঁকখালী মৌজা থেকে অপহৃত চার তামাক চাষিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাত ১টার দিকে বাইশারী ইউনিয়নের চাকপাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটজনকে আটক করেছে যৌথ বাহিনী।

উদ্ধার হওয়া তামাক চাষিরা হলেনÑরামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে আব্দুল আজিজ, একই গ্রামের বাসিন্দা আবদুর রহমানের ছেলে আব্দুর রহিম, থিমছড়ি গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে শাহ আলম ও দোছড়ি ইউনিয়নের বাসিন্দা মৃত আলী মদনের ছেলে আবু সৈয়দ। আটক সন্ত্রাসীরা হলো, আবরাহাম ত্রিপুরা, জয় ত্রিপুরা, মুক্তিরাম ত্রিপুরা, গুণমণি ত্রিপুরা, মিন্টু ত্রিপুরা, অনাচন্দ্র ত্রিপুরা, নুরুল ইসলাম প্রকাশ সোনা মিয়া ও মোতাহের আহমদ। বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবু মুছা জানান, সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়ে অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শনিবার ভোরে একদল সন্ত্রাসী বাইশারী ইউনিয়নের লেদু মুখ এলাকা থেকে চার তামাক চাষিকে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৭টা থেকে বাইশারী ইউনিয়নের চাকপাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার রাত ১টার দিকে বাইশারীর চাক পাড়ার কাছে পাহাড়ি এলাকা থেকে চার অপহৃতকে উদ্ধার করে যৌথ বাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist