প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

আটকরা কে কোথায় জানাতে হবে সরকারকে

এইচআরডব্লিউয়ের আহ্বান

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ব্যক্তিরা কে কোথায় আছেন, তা প্রকাশ করতে সরকারকে আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিনা বিচারে আটকদের মুক্তি দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ‘বাংলাদেশ : ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে।

এইচআরডব্লিউ তাদের বিবৃতিতে দাবি করে, ২০১৩ সালের এপ্রিলে জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ’তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছিল। তা সত্ত্বেও নতুন নতুন নিখোঁজ বা গুমের ঘটনা অব্যাহত। ধারাবাহিক গুম-খুনের পরিসংখ্যানিক বিবরণ তুলে ধরে ওইসব ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে এইচআরডব্লিউ। বিবৃতির সুপারিশে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের আসন্ন সফরের সময়ে এ উদ্যোগ নেওয়া হবে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো, যাতে তারা তাদের নিজেদের মতো করে তদন্ত করতে পারেন। বন্দিশিবিরগুলোতে অবাধ ও বাধাহীন প্রবেশাধিকার দিতে হবে এসব টিমকে। সব ভিকটিম ও তাদের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ করতে দিতে হবে। গুম-খুনের ব্যাপারে বিশেষজ্ঞ জ্ঞানসম্পন্ন বিশেষ জাতিসংঘ প্রতিনিধিদের ডেকে ঘটনার তদন্ত সম্পন্ন করারও সুপারিশ করেছে এইচআরডব্লিউ। তাদের অবাধ ও নিরপেক্ষভাবে কাজ করতে দিয়ে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist