আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০১৮

ভ্যান গগের চিত্রকর্মের বদলে গোল্ড টয়লেট!

চাইলেন বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের ছবি, আর জবাবে দিতে চাইছেন সোনার তৈরি টয়লেট। ছবিটি হোয়াইট হাউসে টাঙানোর জন্য নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘর থেকে ধার চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে জাদুঘর কর্তৃপক্ষ তাকে খাঁটি সোনার তৈরি একটি টয়লেট দেওয়ার প্রস্তাব দিয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, গত বছর সেপ্টেম্বরে হোয়াইট হাউসের অন্দরসজ্জার জন্য ভ্যান গগের বিখ্যাত ল্যান্ডস্কেপ ‘উইথ স্নো’ চাওয়া হয়েছিল। জাদুঘর কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে তাদের অপারগতা প্রকাশ করে এবং পরিবর্তে ‘১৮-ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি টয়লেট’ দিতে চায়।

ই-মেইলে জাদুঘরের কিউরেটর ন্যান্সি স্পেকটর লেখেন, আমি দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি, চিত্রকর্মটি জাদুঘরের ‘থানহাউজার কালেকশনের’ অংশ এবং খুব বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া এটা জাদুঘর থেকে সরানো নিষেধ। তাই আমরা এটা ধার দিতে পারব না। চিত্রকর্মটির মালিকদের অনুমতি সাপেক্ষে শুধু গুগেনহাইম জাদুঘরের সহপ্রতিষ্ঠানে ১৮৮৮ সালে ভ্যান গগের আঁকা চিত্রটি প্রদর্শিত হয় বলেও জানান তিনি।

জার্মানির প্রভাবশালী আর্ট ডিলার জাস্টিন কে থানহাউজার ইউরোপে মর্ডান আর্টের প্রচার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চিত্রকর্মটির পরিবর্তে কিউরেটর স্পেকটর ইতালির শিল্পী মাউরিজিও কাত্তেলানের বানানো ‘দ্য গোল্ড টয়লেট’ দীর্ঘদিনের জন্য হোয়াইট হাউসকে ধার দেওয়ার প্রস্তাব দেন।

‘এটাও নিশ্চিতভাবেই খুবই মূল্যবান এবং বলতে গেলে ভঙ্গুর। কিন্তু আমরা সেটির স্থাপন ও যতেœর বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা দিতে পারব।’ এ বিষয়ে হোয়াইট হাউস কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি বলে জানায় বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিরা হোয়াইট হাউসের বিভিন্ন কক্ষের অন্দরসজ্জার জন্য নিয়মিত বিভিন্ন বড় বড় চিত্রকর্ম ধার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist