আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০১৮

‘যুদ্ধের মুখ’: বুলেটে তৈরি পুতিনের ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভøøাদিমির পুতিনের ভক্ত ও শত্রু কোনোটিরই অভাব নেই সে দেশের ভেতরে ও বাইরে। সম্প্রতি এক ব্যতিক্রমী ছবিতে এ বিষয়টি আবার নতুন করে উঠে এসেছে। পুতিনের সাত ফুট আকৃতির একটি ছবি তৈরি করা হয়েছে একেবারে ব্যতিক্রমী উপায়ে। ছবিটি তৈরিতে ব্যবহৃত হয়েছে পাঁচ হাজার বুলেট। এটি গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের ইউক্রেন ইনস্টিটিউট অব আমেরিকার একটি প্রদর্শনীতে তোলা হয়েছে, যা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে, ছবিটিকে যুদ্ধের ভয়াবহতাকেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে দাবি আয়োজকদের। আর তাই নাম দেওয়া হয়েছে ‘যুদ্ধের মুখ।’ এ ছবিটি তৈরি ইউক্রেনের তরুণী দারিয়া মারচেনকো ও তার বন্ধু দানিয়েল গ্রিন। তারা শুধু পুতিনের মুখের ছবি ফুটিয়ে তুলেননি। সেই ছবি বানিয়ে তারপর বিভিন্ন আলোর সাহায্যে পুতিনের মুখে নানা অভিব্যক্তিও ফুটিয়ে তুলেছেন। ছবি তৈরিতে যে বুলেটগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো ২০১৪ সালে ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছেন দারিয়া।

দারিয়া জানিয়েছেন, ছবিটি তৈরি করার সময় প্রথম কিছু বুলেটের খোল তাকে এনে দিয়েছিলেন তার পুরুষ বন্ধু। তারপর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পপ্রধান এলাকাগুলোতে তার যে সমস্ত বন্ধু রাশিয়ার সেনা আগ্রাসনের মোকাবিলা করেছেন, তাদের কাছ থেকেই বাকিগুলো সংগ্রহ করেছেন। তিনি বলেন, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আমরা এ কাজটি শুরু করি। প্রথমে বন্ধুদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা হয়েছিল, যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন। এগুলো সংগ্রহ করে ঘরে জড়ো করা হয়েছিল। এতে পুরো ঘরটাই হাজার হাজার বুলেটে ভরে উঠেছিল। বাথরুমে, রান্নাঘরেÑ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল।

‘সংস্কৃতিকে বন্দুকের চেয়ে বড় অস্ত্র আখ্যা দিয়ে দারিয়ার বন্ধু দানিয়েল গ্রিন বলেন, ‘আমি আমার দেশের জন্য মরতে প্রস্তুত কিন্তু দেশকে ধ্বংস করতে প্রস্তুত নই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist